আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁয় ৫-১১বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিভিল সার্জন অফিস নওগাঁ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খাঁন চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, সহকারি কমিশনার (ভূ’মি) মো. রফিকুল ইসলাম প্রমুখ। চলতি কার্যক্রমে জেলার ১১টি উপজেলার সকল প্রাথমিক পর্যায়ের স্কুলের প্রায় ৩লাখ শিশুদের এই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এই কার্যক্রম ছুটির দিন বাদে আগামী ২৪শে অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
এসময় প্রধান অতিথি বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো ছিলো যুগান্তকারী। দেশের প্রতিটি মানুষকে এই মহামারি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ভ্যাকসিন বাহিরের দেশকে কিনে এনে কিনামূল্যে প্রদান করে যাচ্ছেন। শুধু বড়রাই নয় শিশুরাও যেন এই মহামারির কবলে আক্রান্ত না হয় সেই জন্য শিশুদের জন্যও প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিনকে নিশ্চিত করার লক্ষ্যেই এমন মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা শতভাগ আশাবাদি আর হয়তো বা কখনই করোনা ভাইরাস আমাদেরকে তেমন একটা ঘায়েল করতে পারবে না। তবুও আমাদের সকলকে কিন্তু স্বাস্থ্য বিধি মানতে হবে।