সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার চাটমোহরে শুরু হলো মরহুম আলী আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১৫ তম আসর। বুধবার (১২-অক্টোবর) বিকেলে হরিপুর ঐতিহাসিক খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক রওশন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাটমোহর পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ সভাপতি মো. নাজিম উদ্দীন মিয়া, ছাইকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের সভাপতি অধ্যক্ষ এম এ মতিন, ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জু, সাবেক জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, হরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার প্রমুখ।
জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলার ৮টি দল। উদ্বোধনী খেলায় বাগাতিপাড়া শাওন ক্রীড়া একাদশ ৩-০ গোলে রাজশাহী ফুটবল একাদশকে পরাজিত করে। অরবিটল লিংক শিক্ষা পরিবার ও আদি সাহা ট্রেডিং এর সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: মকবুল হোসেন।
মরহুম আলী আজগার ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। বড় ভাইয়ের স্মৃতি ধরে রাখতে ছোট ভাই চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মকবুল হোসেন প্রতি বছরের ন্যায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।