পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান। বৃহস্পতিবার সকাল ১১টায় ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে ইন্দুরকানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন উপজেলায় কর্মরত আমাদের সময় পত্রিকার ইন্দুরকানী প্রতিনিধি মারুফুলের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় চেয়ারম্যান ইমন তার লিখিত বক্তব্যে বলেন, আমি মাসুদ করিম তালুকদার ইমন বলেন, ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ ও সভাপতি , ইন্দুরকানী এফ . করিম আলিম মাদরাসা । আপনাদের সদয় অবগতির জন্য জানাইতেছি যে , দৈনিক আমাদের সময় অনলাইন পোর্টালে গত ১২ ই সেপ্টেম্বর -২২ রোজ বুধবার ‘ সাংবাদিকের উপর হামলায় চেয়ারম্যানের নামে থানায় অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে । প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে , সংবাদ প্রকাশ করা হয়েছে , তা আদৌ সত্য নয় । সম্পূর্ণ মিথ্য , বানোয়াট ও মানহানিকর । আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্চি । সংবাদের উল্লেখ করা হয়েছে যে , আমাদের সময়ের প্রতিনিধি মারুফুলকে নিয়োগ পরীক্ষায় বাধা প্রদান ও পরীক্ষা শেষে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে । যাহা সম্পূর্ণ মিথ্যা । আমার পরিবার ও আমি কখনো দন্দ্ব সংঘাতের রাজনীতি পছন্দ করি না । আমার এবং আমার পরিবারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে ।
এই সংবাদ দিয়ে তার ব্যক্তিগত আক্রোশ প্রকাশ করেছেন । এখানে সংবাদিকতার লেশ মাত্র দেখা যায় নাই । কারণ সাংবাদিক হিসেবে কোন সংবাদ প্রকাশ করলে তার জবাবদিহীতা থাকে । সেখানে কোন মিথ্যা ব্যক্তি আক্রোশ বা উদ্দেশ্য প্রনোদিত তথ্য থাকে না । এটি সম্পূর্ণ সাংবাদিকতা ইথিক্সের পরিপন্থি । সংবাদ সম্মেলনে পিরোজপুর ও ইন্দুরকানীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুঠোফোনে এই প্রসঙ্গে কথা হয়ে ইন্দুরকানির সন্তান জেলা জার্নালিস্ট ক্লাব এর সহ-সভাপতি মেহেদী হাসান হাওলাদার এর সাথে তিনি বলেন
একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে ই অনলাইন বা প্রিন্ট মিডিয়ায় দেওয়ার আগে সেটা আরও যাচাই-বাছাই করার দরকার ছিল , এ ব্যাপারে প্রকৃত সাংবাদিকের আরো সতর্ক হতে হবে।
পিরোজপুর সংবাদদাতা।