লেখক: আবু সাঈদ
ছোট্ট কুটিরে জন্ম আমার
এই কুটিরেই বাস!
সারাদিন যায় খালি পেটে
না খেয়ে বারো মাস!
খাবার জোগাতে দিন রাত্রি
বাবায় খাটুনি করে!
ভাঙা ঘরে তাহার মাথায়
বৃষ্টির পানি পড়ে।
মা যে আমার চির রোগা
ভীষণ ব্যস্ত ভারী!
সকাল-দুপুর- রাত গড়িয়ে
কাজ কাঁড়ি কাঁড়ি।
আমি তো এক দুষ্টু পোলা
দুষ্টুমিটাই পেশা
পড়াশোনায় মন বসে না
ঘোরা-ফেরাই নেশা।
ভোরবেলাতে স্বপ্ন গড়ি
দুপুর বেলায় ভাঙি!
সন্ধ্যাবেলায় পড়তে বসে
মনটা আবার রাঙি।
Leave a Reply