সুমন ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে জনবলের সক্ষমতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ে ঠাকুরগাঁওয়ে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর ) দুপুরে ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট মহিলা প্রশিক্ষণকর্মী বহুমুখী সমবায় সমিতির প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রনালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) যৌথ আয়োজনে কর্মশালার অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে পাঁচদিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিসিকের উপ-ব্যবস্থাপক নুরেল হক।
কর্মশালয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, শিল্প মন্ত্রনালয়ের এনপিওর উর্ধতন কর্মকর্তা ফাতেমা বেগম।
এছাড়াও বক্তব্য দেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি সুমন আলী, সহ-সভাপতি ও কারুপণ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চন্দনা ঘোষ, সহ-সভাপতি আখতার হোসেন, মুন্সিরহাট মহিলা প্রশিক্ষণকর্মী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান হুসনে আরা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাসান আলী।
বক্তারা বলেন, সরকার দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে বহুমুখী প্রদক্ষেপ নিয়েছে। নতুন উদ্যোক্তাদের মাধ্যমে দেশে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। অতএব প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছেন আপনার ভালো ভাবে প্রশিক্ষণগ্রহন করুন এবং নিজেকে ও দেশকে এগিয়ে নিতে কাজ করুন।
পাঁচদিন ব্যাপী এই কর্মশালায় ৯০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন।