আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজন ও হেকস-ইপার’র সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’।
রোববার (১৬ অক্টোবর) কুসুম্বা ইউনিয়ন পরিষদে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, সঠিক নিয়মে হাত ধোয়ার অনুশীলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুসুম্বা উইমেন প্লাটফর্মের সভাপতি সাগরিকা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল। সভায় কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংস্থার উপজেলা অফিসার অরিক চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিভাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার আনিকা বুশরা, প্রকল্পের সিডিও শিল্পী চক্রবর্তী, শিরিন সুলতানা ও মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া ও হাত ধোয়ার ৬টি বিশেষ ধাপের ওপর গুরুত্ব প্রদান করেন। র্যালীতে রিভাইভ প্রকল্পের বিভিন্ন নারী দলের সদস্যরা অংশগ্রহণ করে।
Leave a Reply