নিউজ ডেস্ক :
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয় ফলাফল ঘোষণা করা হয়েছে লটারির মাধ্যমে। মাত্র দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কেউই বিজয়ী হননি বরং ইভিএম ফলাফল ড্র হয়েছে। এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলা কেন্দ্র হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সদস্য হাসান আহমেদ জাবেদ তালা মার্কা ও টিউবওয়েল মার্কা আতাউর রহমান সমান ভোট পাওয়ায় ফলাফল ড্র হয়। এরপর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ দুজন সাধারণ সদস্যের মধ্যে লটারি হয়। লটারির মাধ্যমে বিজয়ী হন হাসান আহমেদ জাবেদ।
এদিকে জেলা পরিষদ নির্বাচনে জেলার অন্যান্য উপজেলায় বিজয়ী হয়েছেন, জুড়ি উপজেলার বদরুল ইসলাম। কুলাউড়া উপজেলার বদরুল আলম। রাজনগর উপজেলার জিয়াউর রহমান জিয়া। কমলগঞ্জ উপজেলার হেলাল উদ্দিন।
বড়লেখা উপজেলার আজিম উদ্দীন।
শ্রীমঙ্গল উপজেলার মশিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন। কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে সংরক্ষিত ওয়ার্ডে হেলেনা চৌধুরী। কুলাউড়া, জুড়ী, বড়লেখা সংরক্ষিত ওয়ার্ডে শিরীন আক্তার চৌধুরী মুন্নী। রাজনগর, সদর সংরক্ষিত ওয়ার্ডে রাকিবা সুলতানা তালুকদার বিজয়ী হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে জেলার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। চেয়ারম্যান পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান নির্বাচিত হন।
জেলায় মোট ভোটার ছিলেন ৯৫৬ জন। ভোটে অংশগ্রহণ করেন সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন প্রার্থী।
Leave a Reply