এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টা থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত।
এবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে ০৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল লড়ছেন কাপ পিরিচ প্রতীক নিয়ে, মোঃ আখতারুজ্জামান আখতার লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল লড়ছেন তালগাছ প্রতীক নিয়ে, আফজাল হোসেন লড়ছেন আনারস প্রতীক নিয়ে। আর সংরক্ষিত সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী জেলার ৯টি উপজেলার ৯ টি ভোট কেন্দ্রের ১৮টি বুথে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা রয়েছে ১ হাজার ১৮৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯০৫ জন আর মহিলা ভোটার রয়েছেন ২৮০ জন।
নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় এজন্য আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি’র সদস্যরা কাজ করছেন। এছাড়াও নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৫টি টিম দায়িত্ব পালন করছেন।