শাকিল আহমেদ,নড়াইল ঃ
নড়াইলে এক ইউ পি সদস্য জেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যানের পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ায় চেয়ারম্যানের ইন্ধনে ঐ সদস্যকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (১৮অক্টোবর) সন্ধায় লোহাগড়া উপজেলার নলদী এলাকায় এ ঘটনার শিকার নলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি ষাটোর্দ্ধ মোঃ রবিউল ইসলাম বাবুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান এ ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পুলিশ হামলায় জড়িতদের ধরতে চেষ্টা করছে।
ভুক্তভোগী ইউপি সদস্য ও তার স্বজনরা জানায়, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির নানা দুর্নীতি স্বেচ্ছাচারি কর্মকান্ডের কারনে তার বিরুদ্ধে ইউএনও বরাবর রবিউল ইসলাম বাবুসহ ইউনিয়নের ৭জন সদস্য অনাস্থাপত্র জমা দেয়। এ নিয়ে উভয়পক্ষে দ্বন্দের পাশাপাশি সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পাখির পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ায় চেয়ারম্যানের ইঙ্গিতে তার ক্যাডাররা বাবুর উপর হামলা চালায়।
ঘটনার সময় বাবু নলদী বাজার থেকে জালালসি গ্রামে তার বাড়ি ফিরছিলেন। নলদী হাই স্কুলের কাছে পূর্ব থেকে ওৎপতে থাকা সন্ত্রাসীরা বাবুর ভ্যানের গতি রোধ করে বিভিন্নপ্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাবুর শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আঘাতের ফলে বাবুর বাম হাত ও দুই পা ভেঙ্গে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ পার্থ সারথী ।
এদিক চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি এব্যাপারে তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, কি কারনে এ হামলা সেটি উদঘাটন ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে।