মল্লিকা পারভীন
কবি হবো বলে রাত জাগি না
কবিতার স্তূপ বানাবো বলে ডাইরির পাতা
ভরে শব্দের বাহার আনতে চাই না।
কবি হবো বলে হৃদয়ের না বলা ভাষা নিয়ে
এলোথেলো পান্ডুলিপির যত্ন নেই না
কবি হবো তা কখনোই ভাবনায় আসে না।
তবে হৃদয়ের গহীনে ভেসে আসা কিছু
গভীর অনুভূতির প্রকাশে মনো তৃপ্তির আবেশে
বড়ই ভালো লাগে হয়তো অবসরে সঙ্গী হবে বলে
আলো আধারের ক্ষণিক লেখা গুলো...
যদি কবিতা হয়..... হবে,,, না হয় কোন একদিন
সব শব্দের মিলনে ভাষার সংস্পর্শে আমার
অবেলার স্মৃতি হয়ে মালা গাঁথবে।
আজ স্নিগ্ধ ভরা সকালে সবুজে ঘেরা মেঠো পথে
তোমায় ভেবে ভেবে কত কিছু লিখতে ইচ্ছে করে
এভাবেই কত কথার ছলে কবিতার ভিড়ে তোমায় খুঁজি
ভালো লাগার এক দীপ্ততায়,বেঁচে থাকার বাসনায়।