-মনছুর আলম
১৮ই অক্টোবর ১৯৬৪!
উদ্বেগ উৎকণ্ঠার নির্ঘুম আলোক রাত
জোছনা ছিঁড়ে রূপালি আলোকরশ্মি এলো
সবুজ মানচিত্র জুড়ে
সে আলোর প্রতিফলনে ভবিষ্যত বাংলাদেশ।
হৃদয়-মন ভীষণ উদ্বেলিত, আত্মহারা বেশ!
মুহূর্তে হৈমন্তী কুহেলিকা ছড়িয়ে দিল অভ্যাগমী
ভূগোল থেকে দর্শনে
ধ্বনিতে ধ্বনিতে প্রতিধ্বনি পৌঁছে গেলো দিক্ দিগন্তে
প্রত্যুষের ঝিরিঝিরি বাতাসের আলিঙ্গন
স্ফটিকের ফুলদানি হাতে ঠায় দাঁড়িয়ে উত্তরীয় হিম
বন্ধুত্ব করতে ছুটে আসে বেহেশতি হেমন্ত
বসন্ত গোটা ফুল বাগানটাই অপেক্ষায় রেখেছে ওর
এতো বন্ধুত্বের ভীড়ে কী ক্ষীণ হয়ে যাবে হাসুপার বন্ধুত্ব?
তর সইছে না আর
মুহূর্তে ছোট চাচার কণ্ঠে আজানের ধ্বনি
আমি, জামাল, কামাল, রেহানা ছুটে গেলাম
বন্ধুত্বের উম্মাদনা জানাতে
বড় ফুপু রাসেলকে কোলে তুলে দিতেই অন্তরাত্মার প্রতিধ্বনি-
প্রিয় ভাই সোনা ভাই আমার, হৃদয়ের ভাইটি আমার
ভবিষ্যৎ বাংলাদেশ আমার।