সাব্বির আহমেদ
পাবনা জেলা প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে শুরু হলো ‘চাটমোহর প্রিমিয়ার লীগ’ (সিপিএল) ক্রিকেট টূর্নামেন্ট। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ট‚র্নামেন্টের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন।
চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে চাটমোহর সরকারি ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে ফিতা কেটে, পায়রা উড়িয়ে ও ট্রফি উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চাটমোহর ক্রিকেট একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল।
বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি নাজিমুদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস রাজুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মথুরাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল মতীন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ ৩ উইকেটে রেলবাজার রয়েলসকে হারিয়ে শুভ সুচনা করে। প্রথমে ব্যাট করতে নেমে রেলবাজার রয়েলস নির্ধারিত ১৮ ওভারের মধ্যে ১৭ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়। পরে ১৭ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৪ রান সংগ্রহ করে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ। ১৩ রান ও ৪ উইকেট সংগ্রহ করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘের নুর।
চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, ট‚র্নামেন্টে স্থানীয় পাঁচটি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও রানারআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।