লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে রাখালিয়া গ্রামের মো. সেলিম (৫৭) এর ছেলে সৌদি আরব প্রবাসী আজমির হোসেন ও তার এলাকার সহপাঠীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ উঠেছে কলেজ ছাত্রী মারিয়া আক্তার (১৮) এর বিরুদ্ধে।
মারিয়া আক্তার ও তার পরিবারের লোকজনের হুমকি ধামকিতে নিরাপত্তা হীনাতায় রয়েছে সৌদি প্রবাসী আজমির হোসেনের পরিবারটি। ২২ অক্টোবর সংবাদ কর্মীদের কাছে এমন লিখিত অভিযোগ করেছেন সৌদি প্রবাসী আজমির হোসেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই উপজেলার মধুপুর গ্রামের আব্দুর জাব্বার বাড়ির সৌদি আরব প্রবাসী মিজান ভূইয়ার মেয়ে মারিয়া আক্তার (১৮) ও তার পরিবারের বিরুদ্ধে।
সৌদি প্রবাসী আজমির হোসেন অভিযোগ করে বলেন, আমি একজন সৌদি আরব প্রবাসী আজ ১০/১১ মাস ধরে আমি দেশের বাহিরে অবস্থান করছি। মিজান ভূইয়ার মেয়ে মারিয়া আক্তারের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আমি দেশে ও দেশের বাহিরে যাওয়ার পরও তার সাথে নিয়মিত যোগাযোগ হয় এরই মাঝে সে আমার থেকে বিভিন্ন আজুহাত দেখিয়ে টাকা আদায় করে নিয়েছে তাকে আমি প্রতিমাসেই টাকা পাঠাতাম। কিন্তু সে অন্য ছেলেদের সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠে এ বিষয়টি আমি জানতে পেরে তার সাথে কথা বলা বন্ধ করে দেই।
তারপর থেকে সে আমাকে নানান ভাবে ব্লাকমেল করে ভয় দেখাচ্ছে। এরপর সে আমার নামে ও আমার সহপাঠীদের নামে (৭ অক্টোবর ২২) থানা একটি মিথ্যা অভিযোগ নিয়ে আসে। সে অভিযোগে আমাকে ১নং আসামি করে। কিন্তু সে আমার নামে থানা অভিযোগে উল্লেখ করে বলে গত ১ অক্টোবর ২০২২ সালে আমি তাকে নাকি তার পরনের ওড়না ধরে টান দিয়েছি। এবং তাকে নাকি আমার সহপাঠী সিয়াম ও সাজ্জাদুলসহ আশার পথে তাকে সময় হয়রানি করেছি। কিন্তু আমি গত ২০২১ সাল থেকে দেশের বাহিরে সৌদি আরবে অবস্থান করছি। সে আমার নামে ও আমার সহপাঠীদের নামে মিথ্যা অভিযোগ করেছে, পরে অভিযোগের ১নং আসামি থেকে আমাকে মামলাতে ৩নং আসামি করা হয়েছে। আমি এর তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমার পরিবার ও আমাকে নানানভাবে হুকমি দমকি দিচ্ছে। আমার পরিবার এখন নিরাপত্তা হীনতা ভুগছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, প্রবাসীর পরিবারটিকে হয়রানি বিষয়টি আমার জানা নাই। ওই দিনের একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত চলছে।