সুমন ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সুপারি বাগানের প্রায় অর্ধশতাধিক সুপারি গাছের চারা তুলে নিয়ে ও সিমানা প্রাচির ইট চুরি করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে ।
শনিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মোঃ আলমগীর হোসেন নামে এক যুবকের বসত বাড়ির পাশে সুপারি বাগানে এ ঘটনা ঘটে বলে জানা য়ায়। মো: আলমগীর হোসেন(৩৩) নিশ্চিন্তপুর এলাকার মো:আব্দুল আলীর ছেলে।
প্রতিবেশী মুজাহারুল ইসলাম জানান,দুলাল ও তার লোকজন শনিবার বিকালে হঠাৎ করে ২৫-৩০ জন লোক সহ লাঠি,রাম-দা ,শাবল নিয়ে হামলা করে আলমগীরের শুপারির বাগানের গাছ তুলে নিয়ে যায় ,প্রাচির ভেঙ্গে ইট নিয়ে যায় ও তার বাড়িতে হামলা করে।
নিশ্চিন্তপুর এলাকার মৃত রহিমউদ্দীনের এর ছেলে দুলাল (৪০) এর দৃর্বিত্ব সন্ত্রাস বাহিনি এ হামলা চালায় বলে জানান আলমগীর হোসেন ।
এ বিষয়ে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আলমগীর হোসেন।
সুপারি বাগানের মালিক আলমগীর হোসেন জানান, আমার বাগানের ৫০টির অধিক সুপারি গাছের চারা, সুপারি বাগানের সিমানা প্রাচির ভেঙ্গে নিয়ে যায়,আমার ঘর ভাংচুর করে এমন অবস্থা দেখে আমি ৯৯৯ এর সহায়তায় ঠাকুরগাঁও সদর থানার সহযোগিতা গ্রহন করি।
সোমবার ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আলমগীর হোসেন। মামলার বরাতে জানা যায়, দুলাল একজন ভূমিদস্যু, জবর দখলকারী মামলাবাজ প্রকৃতির ব্যক্তি। দীর্ঘদিন যাবৎ অভিযুক্ত দুলালের সাথে আলমগীর হোসেনের পিতার জমি জমা নিয়ে বিরোধ চলছে।অভিযুক্ত দুলাল জবর দখল করার চেষ্টা সহ আমার পরিবারের লোকজনের ক্ষতি সাধনের জন্য গভীর ষড়যন্ত্র করে আসছে। এরই সূত্রে গত ২২/১০/২০২২ ইং তারিখ শনিবার,বিকালে মো: দুলাল হোসেন (৪২), পিতা- মৃত-রহিমউদ্দীন, মো: বিশাল (১৯),পিতা- মোঃ দুলাল হোসেন সহ দুলাল বাহিনির প্রায় ৩০ জনের যোগসাজসে পরিকল্পিতভাবে হাতে লাঠি-সোটা, রাম দা দিয়ে নির্মিত ঘরের বেড়ায় কোপ দেয় ভাংচুর করতে থাকে। সেই সময় আলমগীরের স্ত্রী মোছা নিলা বেগম (২৫)কে চুলের মুঠি ধরে এলোপাথারী মারধর করে। বসত ঘরের দরজা রাম দা দিয়ে কোপ দিয়ে কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরে থাকা ৮০,০০০/- (আঁশি হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
আলমগীরর হোসেন আরো জানান, দুলাল হোসেন প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারের উপর হুমকি প্রদর্শন করে যাচ্ছে।