সাব্বির আহমেদ
পাবনা জেলা প্রতিনিধি
হাজী আব্দুল গনি রোডে নির্মাণাধীন সাত তলা ভবন হেলে গেছে। পাবনা শহরের হাজী মহসিন রোডে পাশের হাজী আব্দুল গনি রোডে নির্মাণাধীন একটি সাত তলা ভবন হেলে গেছে। ওই ভবনের আশপাশের আরও চারটি ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন। অনেকে ওই রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছেন।
হেলে পড়া ভবনের নাম ‘রহমান ম্যানসন’। এটি অ্যাডভোকেট হামিদুর রহমানের বাড়ির বিপরীতে।
জানা গেছে, পাবনা কলেজের লাইব্রেরিয়ান মো. আতাউর রহমান রতন ও তার ছোট ভাই আব্দুর রহমান ৩ দশমিক ৮৪ শতাংশের ওপর ওই ভবন নির্মাণ শুরু করেন। তাঁরা মৃত ওমেদ আলীর ছেলে। বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের পর কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হয়। এই ভবনের ক্ষেত্রে তা করা হয়নি। এ কারণেই ভবনটি হেলে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
আশপাশের যে ৪টি ভবনের একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে সেগুলোর মালিক মো. হাফিজুর রহমান, জাহিদ হোসেন জামিম, সাইদুর রহমান ও বাদশা বিশ্বাসের।
ক্ষতিগ্রস্ত ফোরকান বিশ্বাস বলেন, প্রায় ২০ লাখ টাকা খরচ করে টাইলসের শো-রুম করেছি। শো-রুমের ১২ জায়গায় ফাটল ধরেছে। সাততলা ভবনের ভারে ও চাপে আমার একতলা ভবনের ছাদ তিন ইঞ্চি দক্ষিণে সরে গেছে। নির্মাণাধীন ভবনটি সামনে হেলে গেছে। যেকোনো সময় বড় অঘটন ঘটতে পারে।