শাকিল আহমেদ,নড়াইলঃ
ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কের নড়াইল নাকসী মাদরাসা বাজার এলাকায় বটগাছ উপড়ে পড়ে ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল শুরু হয়েছে।
ঝড়ো হাওয়ায় নড়াইলের নাকসী মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-নড়াইল-বেনাপোল মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। জেলা প্রশাসনের চেষ্টায় মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এ সময় সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে ছিলো।
কয়েকজন যানবাহন চালক জানান, সোমবার বিকেলে নাকসী এলাকায় এসে রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখেন। বিকল্প কোনো সড়ক না থাকায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করতে হয়েছে। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বটগাছটি কেটে সরানোর পর যানবাহন চলাচল শুরু হয়েছে।
নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেন চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাবে বটগাছটি উপড়ে রাস্তার ওপর পড়ে। খবর পাওয়ার পর শ্রমিক যোগাড় করে গাছটি অপসারণের কাজ শুরু হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপসারণ করে প্রাথমিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। গাছের বাকি অংশ অপসারণের কাজ চলছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে নড়াইল জেলায় ৪ হাজার ৭৮৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।