পিরোজপুর প্রতিনিধি:-
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে
আজ বুধবার ২৬ অক্টোবর সন্ধ্যা
৭ টায় সংগঠনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়।
সংগঠনের বিভাগীয় সভাপতি মোঃ নুরুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক গাজী এনামুল হক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের বরিশাল বিভাগের উপদেষ্টা ও শারিকতলা ও ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজমীর হোসেন মাঝি, পিরোজপুর জেলার সভাপতি মোঃ ফরিদ হাওলাদার, বিভাগীয় সভাপতি শেখ রফিক, বিভাগীয় সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম হাওলাদার, বিভাগীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম মামুন, তাঁতী লীগ নেতা মোঃ সবুজ, জেলা জার্নালিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আল মামুন, জেলা জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নুর উদ্দিন শেখ, জেলা জার্নালিস্ট ক্লাবের কোষাধক্ষ্য সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন, প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৬ সালের ২৬ অক্টোবর মানবাধিকার কর্মীদের সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। আসক ফাউন্ডেশন ২৬ বছর ব্যাপী মানব অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসহায় নির্যাতিত অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামীতেও সংগঠনের পাশে থাকা আন্তরিক নিরলস কর্মীদের নিয়ে এই সংগঠন আত্ম মানবতার সেবায় নিয়োজিত থাকবে।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply