লক্ষীপুর প্রতিনিধিঃ
আজ ২৭ শে অক্টোবর দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।যথাযথ মর্যাদায় আর ভাবগাম্ভীর্যতায় দিবসটি পালিত হচ্ছে সারাদেশে।
লক্ষীপুর জেলাও তার ব্যতিক্রম নয়।আজ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় উপজেলার সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে রায়পুরের সর্বস্তরের শিক্ষাঙ্গনের শিক্ষকগন এ দিবসের কর্মসূচিতে অংশ নেয়।
উপজেলার প্রাণকেন্দ্র রায়পুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব এ কে এম সাইফুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনজন দাশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব টিপু সুলতান।
রায়পুর উপজেলার প্রত্যেক কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি স্কুলের শিক্ষক এবং কর্মচারী এ অনুষ্ঠানে অংশ নেন। রায়পুর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আলোচনায় শিক্ষকের অধিকার সমুন্নত রেখে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির আহবান জানান। তারা সরকারের কাছে শিক্ষা জাতীয়করনের দাবী জানান। তাছাড়া শিক্ষক সুরক্ষা আইনের বাস্তব প্রয়োগের আহবান জানান।
এর আগে রায়পুর উপজেলার রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকগন একত্রিত হয়ে এক বিশাল র্যালী বের করে তা শহরের বিভিন্ন স্থান ঘুরে উপজেলা মিলনায়তনে এসে সমাপ্ত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।