সুমন ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তৌহিদুর রহমান তৈয়ব (৩৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। কারেন্ট জালের সঙ্গে বিদ্যুৎসংযোগ দেওয়া তারে জড়িয়ে তিনি মারা যান।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গজধুমডাঙ্গীর লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে ঘটনাটি ঘটে।
তৌহিদুর রহমান তৈয়ব উপজেলার গজধুমডাঙ্গী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বকুয়া ইউনিয়নের গজধুমডাঙ্গী গ্রামের মফিজউদ্দিনের ছেলে আরিফ (২০) লোনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরত। প্রায় তার জাল চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে তিনি জালের সঙ্গে বিদ্যুৎসংযোগ করে নদীতে পেতে রাখেন। এদিকে তৌহিদুর প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নদীতে শামুক কুড়াতে গিয়ে কারেন্ট জালের সঙ্গে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে আরিফ পলাতক রয়েছে।
গজধুমডাঙ্গী গ্রামের সুলতান আলী জানান, তৈয়ব দিনমজুর। প্রতিদিন শামুখ কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তার এই অনাকাঙ্খিত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন তিনি।
নিহতের স্ত্রী জবেদা বেগম জানান, তার স্বামী তৌহিদুর নদীতে শামুখ কুড়িয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো। শুক্রবার ভোরে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ন্যায়বিচার চান তিনি।
হরিপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply