আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে মান্দা থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে এলাকা প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।
থানার উপপরিদর্শক সুব্রত কুমারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল ও আনিছুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য আবদুল আলিম, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আলহাজ্ব সুবেদ আলী, লুৎফর রহমান ও আফাজ উদ্দিন।
(আকাশ আহমেদ)
নওগাঁ জেলা প্রতিনিধি
Leave a Reply