সাব্বির আহমেদ
পাবনা জেলা প্রতিনিধি
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র, এই প্রতিপাদ্য পাবনায় নানা আয়োজনে উদযাপিত হয় কমিউনিটি পুলিশিং ডে ২০২২।
শনিবার ( ১৯ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে র্যালি, বেলুন উড়ানো, পুরস্কার বিতরণ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পুলিশ লাইন্সে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন শুরু হয়। জেলার একজন পুলিশ সদস্য ও একজন কমিউনিটি পুলিশিং সদস্যকে বিশেষ কাজের জন্য পুরস্কার দেওয়া হয় ️।
পাবনা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফয়জুল রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, কমিউনিটি পুলিশের জেলা সমন্বয়ক শামসুর রহমান খান মানিক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বাসস প্রতিনিধ ও সদর থানা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব রফিকুল ইসলাম শহীদ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, পুলিশ লাইন্স মসজিদের ইমাম মাওলানা স্বপন ইসলাম।
সভায় ভক্তরা বলেন, দেশের উন্নয়নের সর্বাঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন প্রয়োজন। কমিউনিটি পুলিশিং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিশেষ ভূমিকা রাখছে। কমিউনিটি পুলিশিং একটি দর্শন যার বাস্তবায়ন হচ্ছে বিট পুলিশিং এর মাধ্যমে।
Leave a Reply