সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ঠিকাদারের গাফিলতির কারণে প্রাণ হারালো এক শিশু শিক্ষার্থী। উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকালে ঠিকাদার শ্রমিকদের ইচ্ছেমতো কাজ করার সময় বিদ্যালয় ভবনের তৃতীয় তলার ছাদের উপর লোহার রড তোলার সময় শ্রমিকদের হাত থাকে মাথায় লোহার রড পড়ে ঊষা মনি নামের আট বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী-বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহত ঊষা মনির পরিবারের দাবি, কোনরকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই বিদ্যালয়ের ভবন নির্মাণে নির্মাণ সামগ্রী রড সিমেন্ট ভবনের ছাদের উপরে উঠানোর ফলেই এই ঘটনা ঘটেছে।
আজ রোববার সকল পনে ৯ টার সময় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শিক্ষার্থী ওই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। এবং শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুরাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল পনে ৯ টার দিকে রাজমিস্ত্রীরা তৃতীয় তলার উপর থেকে ঊষা মনি নামের ওই ছাত্রীর মাথায় লোহার রড ফেলে দেয়। এসময় রড় পড়ে ছাত্রীর মস্তিষ্ক বের হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। তবে ঘটনার সময় স্কুলে কোন শিক্ষকও ছিলনা বলেও তিনি জানান।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, ওই স্কুল শিক্ষার্থী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখ্য জনক। খবরটা পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণা করা হয়েছে।
Leave a Reply