মো. মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিদ্যুতের অপচয় রোধে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে ঝিটকা বাজারে ৭ মামলায় ৫৭০০ টাকা জরিমানা করা হয়। সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টা থেকে সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার কারণে দন্ডবিধি ১৮৬০ এ মামলা ও জরিমানা করা হয়। শপিংমলগুলো সরকার নির্ধারিত সময়ে রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশের এ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে অভিযান চলমান থাকবে।
Leave a Reply