নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চর পেড়লি গ্রামে মেম্বার ইবাদতের নেতৃত্বে বসত বাড়িতে হামলা লুটপাট বাড়িঘর ভাংচুর ও গাছ কেঁটে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ।
লিখিত অভিযোগের নথি সুত্রে জানা গেছে, ইউনিয়নের চর পেড়লী গ্রামের জিন্না মোল্লা একই গ্রামের ওবায়দুল ইসলামের নিকট হতে নগদ টাকা দিয়ে প্রায় ২০ বছর পূর্বে ৮ শতক জমি ক্রয় করেন।
প্রাথমিক পর্যায়ে আত্নীয়তার সম্পর্কের সুবাদে ঐ জমি রেজিষ্ট্রি করে নেয়নি জিন্না মোল্লা। পরবর্তীতে জমি রেজিষ্ট্রি করে দেওয়ার কথা বললে আজ কাল করে ঘুরাতে থাকেন ওবায়দুল। এই ভাবে দীর্ঘ ২০ বছর যাবৎ ওই জমিতে বসত বাড়ি নির্মান করে বসবাস করছে জিন্না মোল্লা।
সম্প্রতি সময়ে ওবায়দুল জিন্না মোল্লাকে জমি লিখে না দিয়ে ওই জমি তার বড় ভাই আজিজুর রহমানকে লিখে দিয়েছেন। ওবায়দুলের এই কর্মকান্ডে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আজ ( ৩ নভেম্বর) সকালে মেম্বার ইবাদতের নেতৃত্বে ওবায়দুল ইসলাম, রকি মোল্লা, ইস্রাফিল, রিয়াজ মিস্ত্রি, আজিজুর মিস্ত্রি, ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জিন্নার বাড়িতে হামলা করে।
জিন্না মোল্লার বসত বাড়িতে লাগানো আম, মেহগনি, লম্বু, সজনে গাছ কেঁটে ফেলে। জিন্নার বসত ঘর ভেঙ্গে সরিয়ে ফেলেছে ইবাদত মেম্বার, ওবায়দুল ও তার ভাড়া করা সন্ত্রাসীরা। প্রান ভয়ে কোন প্রতিবাদ করতে পারেনি ভুক্তভোগী জিন্না মোল্লা।
এ বিষয়ে ভূক্তভোগী জিন্না মোল্লা বলেন, ২০ বছর পূর্বে পচিঁশ হাজার টাকা দিয়ে জমি কিনে এখানে বসত ঘর তৈরি করে বসবাস করছি। মেম্বার ও ওবায়দুলের নেতৃত্বে আজ সকালে আমার বাড়ি ঘরে হামলা করে।
বাড়ির আঙ্গিনায় লাগানো সব ধরনের গাছ কেঁটে ফেলেছে সন্ত্রসীরা। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। আমিএ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
ইবাদত মেম্বারকে তার বিষয়ে আনীত অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কোন মন্তব্য করতে রাজী হন নি।
সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।