রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দলীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি শুরু থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করে আসছে। ইভিএম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপেও অংশ নেয়নি বিএনপি।
এরই মধ্যে লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ইভিএমে ভোট দিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
২ নভেম্বর বুধবার দুপুরের দিকে পাঠানপাড়া আবু তাহের নুরানি হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আসাদুল হাবিব দুলু।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টার মধ্যে তিনি কেন্দ্রে ভোট দিতে এসে তাঁর সঙ্গে ইভিএম মেশিন নিয়ে কথা বলেন। পরে কেন্দ্রের ২ নম্বর বুথে (পুরুষ) ইভিএমে ভোট দিয়ে চলে যান।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল বলেন, একজন ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে আসাদুল হাবিব ইভিএমে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চলতি বছরের ১১ আগস্ট মারা যান। তাঁর মৃত্যুর পর ওই ইউপির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সে হিসেবে আজ ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান হাবিবুর রহমান হবির ছেলে সাবেক ছাত্রদল নেতা নাজমুল হুদা লিমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক মিঠু।
নির্বাচনে ঘোড়া প্রতীকে ৮ হাজার ৯৪১ ভোট পেয়ে নাজমুল হুদা লিমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল হক মিঠু পেয়েছেন ২ হাজার ৭০৬ ভোট।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন না হওয়ায় হয়তো ইভিএমে ভোট দিয়েছেন। যেহেতু স্থানীয় নির্বাচন, তাই ভোটার হিসেবে ভোট দিয়েছেন।
এ বিষয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
Leave a Reply