এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর – মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি কাবাডি/হাডুডু খেলা।
জানা গেছে, আগামী কাল ৪- নভেম্বর (শুক্রবার) সারা দিন ব্যপি তানোর – মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি কাবাডি / হাডুডু খেলা।
উক্ত খেলার মাঠ পরিশর্দন করেন মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সঙ্গিয় ফোর্সসহ তানোর উপজেলার ক্রিড়া- সাংস্কৃতিক ও বিনোদন অনুরাগী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক ও সিনিয়র টিভি সাংবাদিক রায়হান আলী।
তানোর উপজেলা ক্রিড়া যগতে একমাত্র আশা ভরসার কেন্দ্র বিন্দু, ক্রিড়ানুরাগি ব্যক্তিত্ব ও নতুন প্রজন্মের ক্রিড়া-সাংস্কৃতিক ও বিনোদন (গুরু) আনোয়ার হোসেন।
মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান এই ক্রিড়া-বিনোদন মূলক উদ্বোগকে স্বাগতম জানিয়েছেন।
Leave a Reply