এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (৩ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে তানোর সদরে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ওহাব হোসেন লালু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
সভায় উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলার পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাঁইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও তানোর উপজেলার মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমীন ও তানোর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন প্রমুখ। এছাড়াও উক্ত সভায় আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্নার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন থেকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গ, ৩রা নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যার শিকার হন বঙ্গবন্ধুর সহচর ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান হেনা। সেই থেকে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস হিসেবে পালন হয়ে থাকে।