মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া শিশুকানন বিদ্যানিকেতন এর আয়োজনে শিশু ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) সকাল ৯ টার সময় বিদ্যালয় চত্বরে শিশুদের আদর্শ শিক্ষায় শিক্ষা দিয়ে মানুষ হিসেবে গড়ে তোলা ও জ্ঞানার্জনের জন্য শিক্ষকের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে সমাবেশে শিশু কানন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা-সাংবাদিক তফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুবোধ য়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিশুকানন বিদ্যানিকেতনের অধ্যক্ষ অজয় রায়, স্কুলের পরিচালক রানী আক্তার, অভিভাবক মেহেরালী ও খাদেমুল ইসলামসহ আরো অনেকে।
পরে শিক্ষকদের মাঝে কলম, ডাইরীসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়।
Leave a Reply