পাবনা প্রতিনিধি :
পাবনার চাটমোহরে ওষুধ ভেবে কীটনাশক পান করে মারা গেছেন সাগরিকা খাতুন (১৬) নামের এক কিশোরী। সে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামের মোঃ আরজুর মেয়ে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যার দিকে।
পরিবারের লোকজন জানান,রোববার দুপুরে সাগরিকা ওষুধ মনে করে ঘরে রাখা কীটনাশক পান করেন। পরিবারের লোকজন জানার পর তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থার অবনতি হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান অবস্থার উন্নতি না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সন্ধ্যার দিকে মারা যান সাগরিকা।
চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।