মো. মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি বিলে (দিয়ারবিল) গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিলে এ পলো বাইচে অংশ নেয়া সৌখিন মৎস্য শিকারীরা জানান, হরিরামপুর উপজেলাসহ সদর ও ঘিওর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাঁচ শতাধিক’ সৌখিন মাছ শিকারী পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা ধরনের উপকরণ নিয়ে মাছ ধরায় মেতে উঠেছে।
বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের সোহেল হোসেন বলেন, মাছ ধরা আমার পেশা নয়। আমরা সবাই সৌখিন মৎস শিকারী । আশানুরূপ মাছও পাইনি।
সৌখিন মৎস্য শিকারী মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের শরিফ বলেন, একশ টাকা অটোভাড়া দিয়ে মাছ ধরতে আসছি। বিলে বড় মাছ কম। কয়েকটি নওলা মাছ আর ছোট টাকি মাছ পেয়েছি। আজকের পলো উৎসবে আমরা অনেক আনন্দ করেছি। আমার সাথে আমার গ্রামসহ কয়েকটি এলাকার পরিচিত অনেকে আসছে।
বলড়া ইউনিয়নের ভেলাবাদ গ্রামের আকাশ মিয়া বলেন, ছোট ছোট কয়েকটা মাছ ধরছি। ছোট কালে কত দূরদূরান্ত পলো বাইচে যাইতাম। বড় মাছ আছে তবে বিলে পানি বেশি।
হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজারের সংগীতা ফার্মেসির কর্ণধার সুশান্ত সাহা সাহা বলেন, ‘এখন তো আর নদী আর বিলে তেমন মাছ নেই, খাল বিলে আর কী থাকবে? তারপরও ইছামতী নদীতে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, পলোবাইচের কথা শুনে নিজেরও মাছ ধরার ইচ্ছে জেগেছে। সৌখিন মৎস্য শিকারী বলে কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কোন কমতি থাকে না।’
Leave a Reply