সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদস্য এড. জিয়াউর রহিম শাহীন পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি অ্যামেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি,ক্যালিফোর্নিয়া থেকে মহানবী মোহাম্মদ সাঃ এর উপর গবেষনা করে ৪.০০ এর মধ্যে ৩.৭৫ পেয়ে পিএইচ ডি ডিগ্রি সম্পন্ন করেছেন।
তিনি আইন পেশায় নিয়োজিত থাকলেও শিক্ষা,সাহিত্য সংস্কৃতি,সাংবাদিকতা এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডক্টর জিয়াউর রহিম শাহিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের বিশিষ্ঠ শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুর রহিম মাষ্ঠার এবং আলহাজ্ব নাজমা বেগমের তৃতীয় সন্তান। তাহার এ সম্মান জনক ডিগ্রি অর্জনের পেছনে তার বড়ভাই যুক্তরাজ্যে প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ লুলু মিয়ার বিশেষ অবদান রয়েছে বলে জানা যায়। জিয়াউর রহিম শাহিনের ডক্টরেট ডিগ্রি অর্জনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।