পিরোজপুর প্রতিনিধি:-
শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩১ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানসহ শ্রীগুরু সঙ্ঘ- বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম, কাউখালী, পিরোজপুরে ৫ দিন ব্যাপী মহৎ অনুষ্ঠানমালার চতুর্থ দিনে মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সন্দীপ কুমার।
আজ শনিবার (১২ নভেম্বর)শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পূজারী শ্রীশ্রী স্বামী জগন্নাথানন্দ সরস্বতি এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় আশ্রমের কোষাধ্যক্ষ শ্রী বিপুল ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময়ে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর জনাব মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার জনাব মোঃ সাঈদুর রহমান।
বক্তব্য রাখেন শ্রীগুরু সঙ্ঘ- বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় দত্ত, শিশির কর্মকার, ভক্ত কর্মকার প্রমুখ।
পিরোজপুর সংবাদদাতা