মো. মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
“সবার জন্য উদ্ভাবন” এই স্লোগানকে সামনে রেখেই মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর (সোমবার) সকাল ১১ টায় মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সারাদিন ব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার, মাধ্যনিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরসহ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি স্টল অংশগ্রহণ করে। এছাড়াও ডিজিটাল উদ্ভাবনী মেলায় অনলাইন কুইজ প্রতিযোগীতারও আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে পুরুস্কার প্রদান করা হয়।
Leave a Reply