আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর আত্রাই উপজেলার মানবপাচার প্রতিরোধ দমন আইনের মামলার আসামি মোছা. বুলবুলি বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) উপজেলার সন্ন্যাস বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বুলবুলি বেগম উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাস বাড়ি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
আত্রাই থানার পুলিশের ওসি-তদন্ত মো. লুৎফর রহমান বলেন, গোলাম হোসেন বাবুকে সৌদি আরবে মাদ্রাসায় চাকরি দেবে বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতিশ্রুতি মোতাবেক তাকে চাকরি না দিয়ে সৌদি আরবের আটকে রেখে বিভিন্ন ফ্যাক্টরিতে দিনমজুরি কাজ করিয়ে নেয় অভিযুক্তরা। এক পর্যায়ে সৌদি আরব পুলিশ বাবুকে গ্রেপ্তার করে। পরে সেখানে সে জেল খেটে দেশে এসে তার বিদেশ পাঠানোর ৬ লাখ টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিতে অস্বীকার করে।
পরে বাবু বাদী হয়ে গোলাম হোসেনসহ ৪ জনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বুলবুলি বেগমকে গ্রেপ্তার করে আত্রাই থানায় নিয়ে আসা হয়। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ
Leave a Reply