আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে মহান সীরাতুনবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত গত মঙ্গলবার বাদ মাগরিব হতে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত এ সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ এএফএম মনসুর রহমান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও বগুড়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ হযরত মাওলানা আব্দুল হক আজাদ।
অন্যান্যের মধ্যে সীরাতুনবী (স.) বিষয়ক আলোচনা করেন বগুড়া কারবালা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা ফজলুল করিম সিরাজী, বগুড়া নূরজাহান বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা রেজাউল করিম, বগুড়া উম্মুল মুমিনীন বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সাহাইল আহমদ, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার উস্তাদ মুফতি হারুনুর রশিদ, মাওলানা মুফরেদুল ইসলাম, মাওলানা আবরারুল হক প্রমুখ।
মাহফিলে বক্তাগণ বলেন, রাসুল (স.) এর আদর্শই মানবতার একমাত্র সফলতার চাবিকাঠি। আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (স.) এর আদর্শ বাস্তবায়ন করতে পারি তবেই আমাদের ইহ ও পরলকিক মুক্তি সম্ভব। তারা বলেন, বর্তমান সময়ে সহজ সরল মুসলমানদের ঈমান বিধংসী ষড়যন্ত্র ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ষড়যন্ত্র থেকে বাঁচত আমাদের হক্কানি ওলামায়ে কেরামদের তত্বাবধানে থাকতে হবে।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ
Leave a Reply