পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সাবেক উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান কে আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সহ সভাপতি খায়রুল ইসলাম লাভলু কে সদস্য সচিব করে উপজেলা যুবদলের আংশিক কমিটি ষোঘণা করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল।
সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান দুলাল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম হাওলাদার জানান, দল যাকে উপযুক্ত মনে করেছে তাদের কে দায়িত্ব দিয়েছে। তিনি নুতন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
উপজেলা যুবদলের নব নির্বাচিত আহবায়ক মোঃ আতিকুর রহমান জানান, দলের কেন্দ্রীয় কমিটি উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেছে।
মোঃ আতিকুর রহমান আরো জানান, আগামীদিনে বিরোধী রাজনীতিতে মাঠে অবস্থানে যাদের দল সংগঠিত করতে প্রয়োজন তাদের কে দল দায়িত্ব দিয়েছে। আমরা ত্যাগী নেতা কর্মীদের নিয়ে দল সু -সংগঠিত করব এবং খুবই অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করব।
তিনি বলেন দলে কোন বিভাজন নেই সবাইকে নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচনের দাবীর আন্দোলনে কাজ করব।
পিরোজপুর সংবাদদাতা