লেখক : নজরুল ইসলাম নাজমুল।
কল্যাণী!
দোদুল দূল
কর্ণে তব বাসন্তী ফুল ৷
কল্যাণী!
বালুকা উড়াও ছিটাও বিন্নি খই
উত্তরি-বায় দোলে তব কেশ কূল।
কল্যাণী!
কপোলে তব তিলক রেখা
অন্তরে যেনো মন্দার গাঁথা ।
কল্যাণী!
বকুল ফুল; বকুল ফুল
তব তরে হাঁসিলো ফুল দল ।
কল্যাণী!
তব আগমনে
মাতিলো নিখিল তল ।
কল্যাণী সুন্দর!
দোদুল দূল
বকুল ফুল ।
কল্যাণী!
চির সুন্দর থাকে যেনো এ যোগ আর যোগ ।
কল্যাণী!
পদ্ম ফুল পদ্ম ফুল
মোদীর আবেশে তব আঁখি ঢুলুঢুল ।
কল্যাণী!
নন্দ কাননের ফুল
দোদুল দুল ; দোদুল দুল ।
কল্যাণী!
বকুল ফুল; পদ্মফুল
নন্দন কাননের ফুল ।