সুমন ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বিশ্বকাপ ফুটবল: ঠাকুরগাঁও জেলা শহরে পতাকা ও খেলোয়াড়দের
জার্সি
কেনার ধুম।
বিশ্বকাপের আর বাকি ৩ দিন। বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস, উন্মাদনা, উত্তেজনায় আছড়ে পড়েছে ঐতিহ্যর ঠাকুরগাঁও শহরে। ব্রাজিল আর আর্জেন্টিনার দূরত্ব ঠাকুরগাঁও থেকে হাজার হাজার কিলোমিটার হলেও ঢেউ এসে লেগেছে।
ঠাকুরগাঁও শহরসহ ২২ ইউনিয়নে পথে পথে দেখা যাচ্ছে ভ্রাম্যমাণ পতাকা বিক্রি করতে। তবে এবার পতাকার পাশাপাশি বিভিন্ন দলের ফুটবলারদের জার্সিও বিক্রি হচ্ছে। শহরের বিভিন্ন দোকানে চাহিদার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা দলের জার্সি। তবে পিছিয়ে নেই ব্রাজিল ও জার্মানি। বিশ্বকাপ রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে রয়েছে ঠাকুরগাঁওয়ের সমর্থকরা।
২০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা বিক্রির ধুম পড়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সরেজমিন দেখা যায়, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে ফেরি করে হকাররা পতাকা বিক্রি করছেন। তারা ঠাকুরগাঁওসহ উপজেলার বিভিন্ন ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পথে হেঁটে হেঁটে পতাকা বেঁধে বিক্রি করছেন।
ঠাকুরগাঁও শহরের এলাকার পতাকা ও জার্সি বিক্রি করছেন জমির। তিনি এসেছেন বরুনাগাঁও থেকে। তিনি জানান, প্রতি বিশ্বকাপ খেলার আগে তিনি পতাকা বিক্রি করতে আসেন। গত ১২ দিন ধরে ঠাকুরগাঁও আছেন। প্রথম দিকে বেচাকেনা কম ছিল। কিন্তু এখন দিন ঘনিয়ে আসায় বিক্রি বেড়ে গেছে।
ঠাকুরগাঁও বিশ্বকাপের আগে তিনি পতাকা বিক্রি করে ভালো টাকা উপার্জন করবেন— এটা আশা রাখেন। তিনি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও স্পেনসহ অন্যান্য দেশের পতাকা বিক্রি করছেন। প্রকারভেদে প্রতিটি পতাকার দাম ৬০ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা ও জার্সি বিক্রি হচ্ছে গ্রাম থেকে শহর পর্যন্ত।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকার কাপড় বিক্রেতা তুষার সরকার বলেন, বিশ্বকাপ সামনে রেখে তরুণ-তরুণীরা জার্সি কিনতে আসছেন। সন্ধ্যায় ভিড় বেশি হয়। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা বেশি কিনছেন। তার দোকানে বাংলাদেশ, আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল ও স্পেনের জার্সি রযেছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির জার্সি। প্রতিটি জার্সি কাপড় ভেদে ১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা শহরের অলি-গলি ও বাজারে হেঁটে পতাকা বিক্রি করছেন সবুজ মিয়া (৪০)। হাতে রয়েছে ছোট, মাঝারি, বড় আকারের বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা। ব্যাগে মাথার ব্যান্ডানা, হাতের ব্রেসলেট বা রিস্টব্যান্ড, কাগজের পতাকা রয়েছে। বড় আকারের পতাকা ১৫০ থেকে ২০০ টাকা, মাঝারি ১০০ টাকা, ছোট আকারের ২০ থেকে ৩০ টাকা, আর লাঠি পতাকা ১০ টাকা দরে বিক্রি করছেন তিনি।