শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় সরকারী আশ্রয়ন প্রকল্পে বসবাস করেন বিধবা ফতেমা ওরফে পাখি বেগম।
গত ১৫ ই নভেম্বর বিকাল চারটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে প্রতিবেশি মৃত সলেমান সিকদারের দুই ছেলে সবুজ সিকদার ও সুপার সিকদার বিধবা ফতেমা বেগমকে পিটিয়ে আহত করে।
আহত অবস্থায় ফতেমা বেগমকে নিয়ে তার মা মনোয়ারা বেগম নড়াইল সদর থানায় হাজির হন, সদর থানা পুলিশ ফতেমা বেগমের শারিরিক অবস্থা দেখে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করার কথা বলেন। স্বজনরা আহত ফতেমা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালে গিয়ে কথা হয় আহত ফতেমা বেগমের সাথে, তিনি কান্নাজড়িত কন্ঠে জানান,সবুজ শিকদার ও সুপার সিকদার এর পূর্বেও আমার গায়ে হাত দিয়েছে। তখন আমি পুলিশ নিয়ে গেলে তারা আমার পায়ে ধরে ক্ষমা চাইলে আমি মাফ করেদেই।
কিন্তু গত ১৫ ই নভেম্বর মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে সবুজ ও সুপার আমার উপর আবার হামলা করে। ইট ও বাঁশ দিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেছে। আমি অভিযুক্ত দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এবিষয়ে ফাতেমা বেগমের মেয়ে বিথী বেগম জানান,এই নিয়ে দুইবার তারা আমার মায়ের গায়ে হাত দিল।আমি সবুজ ও সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি আরো বলেন এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অভিযুক্ত দুই ভাই সবুজ ও সিপার সিকদারের সাথে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে রাজী হননি।
Leave a Reply