মাসুদ রানা: সুজানগর উপজেলা প্রতিনিধি
আগামী ২৩শে নভেম্বর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য ৪টা পদের বিপরীতৈ ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তার মধ্যে মো:হামিদ প্রাং ৭ নং এবং হেলাল সরদার ৮ নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন।
মো: হামিদ প্রাং বলেন আমার সন্তান অত্র স্কুলের শিক্ষার্থী হওয়ায় স্কুলের অভিভাবক সদস্য পদে পদপ্রার্থী হয়েছি।আমি অভিভাবক সদস্য পদে বিজয়ী হলে গরীব ও মেধাবী শিক্ষার্থী পাশে থাকবো এবং কিশোর গ্যাং সহ সকল অনৈতিক কাজে বিরুদ্ধে সকলের সাথে নিয়ে প্রতিরোধ করবো। স্কুলের উন্নয়ন ও শিক্ষার মান নিয়ে কমিটির পক্ষে সবসময় আমি একমত থাকবো।
হামিদ প্রাং আরো বলেন একদম নিঃস্বার্থ ভাবে স্কুলের জন্য কাজ করবো এবং স্কুলটা যেন শিক্ষাবান্ধব হয় সেদিকে সবার সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো।
মো: হেলাল সরদার
বলেন,,আমি সাবেক ইউপি সদস্য হয়ে সাধারণ জনগণের পাশে কাজ করেছি।২৩শে নভেম্বর স্কুলের অভিভাবক সদস্য পদে বিজয়ী হলে দুর-দুরন্তে ও মেধাবী শিক্ষার্থী। স্কুলের উন্নয়ন ও শিক্ষার মান নিয়ে কমিটির পক্ষে সবসময় আমি একমত থাকবো।তিনি আরো বলেন ১৯৯৬ সালে জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে এখন পর্যন্ত আমি স্কুলের সাথে আছি এবং থাকবো।
Leave a Reply