সুমন ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের দিনমজুর মো: নুরজামালের ১৩ মাস বয়সী কন্যা সন্তান হুমায়রাকে বাচাতে সকলের দ্বারে দ্বারে ঘুরছেন তার পিতা মাতা।হুমায়রার হার্ট ছিদ্র হওয়ায় শিশুটির অপারেশন করা জরুরী। এ অবস্থায় দিন এনে দিন খাওয়া পিতার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। নুরজামাল অত্যন্ত গরীব, অসহায় নিরুপায় হয়ে পরেছেন।
ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, হুমায়রা খাতুনের হার্টে ছিদ্র আছে। খুবই দ্রত অপারেশন করালে বেচে যাবে শিশু হুমায়রা। তবে চিকিৎসকেরা অপারেশনের মাধ্যমে উন্নত চিকিৎসার পরমর্শ প্রদান করেছেন। এতে কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। ইতিমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে নি:স্ব হয়ে পরেছে তার পরিবার। এ অবস্থায় হুমায়রার পিতা-মাতা দিশেহারা হয়ে পরেছেন। তার পিতা-মাতা সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মন্ত্রে উজ্জিবিত হয়ে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার নুরজামাল তার কন্যা সন্তান হুমায়রাকে বাঁচাতে সকলের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। তিনি জানান, জরুরী অপারেশনের মাধ্যমে উন্নত চিকিৎসায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। হুমায়রাকে আর্থিক সহযোগিতা করতে তার পিতা নুরজামালের বিকাশ নাম্বার: ০১৭০৮-৬১৭৬৮৮ তে সাহায্য পাঠানো যাবে।