ওবায়দুর রহমান
মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২ শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ডক্টর মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে ২২ শে নভেম্বর মঙ্গলবার বিকাল তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয় ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে চলেছে। প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশে উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ আয়োজন করা হচ্ছে। সরকারি অফিসের মাধ্যমে নাগরিকদের সামনে সেবা উপস্থাপনার সংস্কৃতি চর্চা, উদ্বোধনী মেলা থেকে নাগরিকদের সরাসরি সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি ও সরকারের সেবার মান উন্নয়নে নাগরিকদের মতামত গ্রহণের সংস্কৃতি গঠন ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আগামী ২৩-২৪ নভেম্বর জেলা প্রশাসক মাগুরা কার্যালয়ের বিজয় চত্বরে এ ডিজিটাল উদ্বোবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হবে। মেলা চত্বরে বিষয়ভিত্তিক চারটি প্যাভিলিয়ান যথা উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টাআপ ,ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা ও শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপন করা হবে। জেলা প্রশাসন মাগুরা কর্তৃক আয়োজিত এই মেলায় সরকারি দপ্তরের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হতে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা থাকার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া, অবহিতকরণ উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে । মেলায় সেবা প্রদান কারী ৪৪টি স্টল বসবে।সেরা তিনটি দপ্তরকে পুরস্কার প্রদান করা হবে । জাতীয়ভাবে বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী বিষয় সমূহ মেলায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে । ডিজিটাল উদ্বাবনী মেলা ২০২২ এর অনলাইন কুইজ প্রতিযোগিতা আগামী ৩০ শে নভেম্বর ২০২২ তারিখে রাত আটটা থেকে নয়টার মধ্যে যেকোনো ২০ মিনিট অনুষ্ঠিত হবে ।আর কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন ১ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে innovatioquiz.a2i.gov.bd সম্পন্ন করতে হবে ।অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ এর মূল অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে ।আগামী ২৩ নভেম্বর সকাল দশটা জেলা প্রশাসক মাগুরা কার্যালয়ের বিজয় চত্বরে মেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ সাইফুজ্জামান শিখর মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ । আগামী ২৪ নভেম্বর বিকাল চারটায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত মেলা সমাপ্ত হবে।
Leave a Reply