এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় পিরোজপুর শহীদ ওমর ফারুক মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বেসরকারী সংস্থা বাংলাদেশ RAS ওয়েলফেয়ার সোসাইটি ও অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ।
বাংলাদেশ RAS ওয়েলফেয়ার সোসাইটি, পিরোজপুর এর সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদ শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুমাউন কবির।
মোঃ ফাইজুল ইসলাম ( মিলন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান,
পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মরিয়ম জাহান ,
সংক্ষিপ্ত আলোচনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আলমগীর হোসেন সহ অনন্য নেতৃবৃন্দ ।
এ সময় পিরোজপুরের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পিরোজপুর সংবাদদাতা।