পিরোজপুর প্রতিনিধি:-
২৪ ইং নভেম্বর
পিরোজপুরের নাজিরপুরে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা উদ্দীপন এর উদ্যোগে
কৃষকদের মাঝে উন্নত জাতের সূর্যমুখীর বিজ বিতরণ।
গত( ১৬ নভেম্বর)বুধবার উপজেলার
মাটিভাংগা এলাকায় কৃষকদের মাঝে এই সূর্যমুখী বিজ বিতরণ করা হয়।
উদ্দীপন মাটিভাঙ্গা শাখার, শাখা ব্যবস্থাপক শেখ শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দীপন টুঙ্গিপাড়া অঞ্চলের আঞ্চলিক অফিসার মোঃ রুবেল হাওলাদার সহ উদ্দীপনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
জোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান শরীফ বলেন তেল বিজ উৎপাদন কর্মসূচি এর আওতায় মাহমুদ কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় -এ স্থানীয় কৃষক কৃষাণীদের সূর্যমুখী চাষ প্রশিক্ষণ শেষে উন্নত জাতের সূর্যমুখী বীজ প্রদান করা হয়েছে।
পিরোজপুর সংবাদদাতা:-
Leave a Reply