পিরোজপুরে প্রতিনিধি:-
পিরোজপুর জেলা শ্রীশ্রী হরি- গুরুচাঁদ মতুয়া মিশন ও হরি গুরুচাঁদ গোপালচাঁদ মন্দিরের উদ্যোগে হরিনাম যজ্ঞ ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) পিরোজপুরের মাছিমপুর হালদার বাড়ি মতুয়া সম্প্রদায়ের এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।
নবান্ন উৎসব উপরক্ষে পিরোজপুরের ভিডিন্ন উপজেলা থেকে ঢোল বাদ্য বাজিয়ে হরিগুরুচাঁদ গোপালচাঁদ মন্দিরে সমবেত হন। পরে সুভাষ চন্দ্র সকার এর সভাপতিত্বে ও অসীম কুমার মজুমদার এর সঞ্চালনায় আলচনাসাভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলরন শ্রীশ্রী হরি- গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, মতুয়ামাতা শীমতি সুবর্না ঠাকুর,
আরো উপস্থিত ছিলেন মতুয়া মিশনেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিশি কুমার বড়াল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টাের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু আগত দূর দুরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ।
পিরোজপুরে সংবাদদাতা
Leave a Reply