আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মিলছে না। ঘটনায় মান্দা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির নাম হেলাল উদ্দিন প্রামাণিক (৫০)। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। গত ২০ নভেম্বর থেকে তিনি নিখোঁজ আছেন।
নিখোঁজ হেলাল উদ্দিনের স্ত্রী সুফিয়া বিবি জানান, স্বামী হেলাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন রোগী। দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। এ অবস্থায় গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিরুদ্দেশ আছেন।
সুফিয়া বিবি আরও বলেন, আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মিলছে না। এর আগেও কয়েক বার নিরুদ্দেশ হয়ে কয়েকদিনের মধ্যে তিনি আবার বাড়ি ফিরে আসেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনায় সাধারণ ডাইরি করে এ-সংক্রান্ত বার্তা বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।
Leave a Reply