চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলায় ৭ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে দেওয়া হচ্ছে উফশী ও হাইব্রিড জাতের ধান বীজ ও রাসায়নিক সার।
চলতি মৌসুমে উন্নত জাত ও নতুন উদ্ভাবিত ফসল আবাদে উৎসাহিত করতে কৃষকদের এ প্রণোদনা দিচ্ছে সরকার।
চৌগাছা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি ২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উফশী ও হাইব্রিড জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
এরমধ্যে ৪ হাজার ৮০৫ জন কৃষককে উফশী জাতের বোরো বীজ ও সার এবং ২ হাজার ৪২৫ জন কৃষককে হাইব্রিড জাতের ধানের বীজ দেওয়া হবে।
ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক কৃষকদের তালিকা প্রস্তুত করা শুরু হয়েছে। এরমধ্যে ফুলসারা ইউনিয়নে উফশী জাত ৫৫০ জন ও হাইব্রিড জাত পাবেন ২৯০ জন কৃষক,পাশাপোল ইউনিয়নে উফশী জাত পাবেন ৫২০ জন ও হাইব্রিড জাত পাবেন ২৯০ জন, সিংহঝুলি ইউনিয়নে উফশী জাত ৩৬০ জন ও হাইব্রিড জাত পাবেন ১৬০ জন কৃষক। ধূলিয়ানী ইউনিয়নে উফশী জাত পাবেন ৩২০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ১৩০ জন কৃষক,চৌগাছা ইউনিয়নে উফশী জাত পাবেন ১৫০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ৩৬০ জন কৃষক,পাতিবিলা ইউনিয়নে উফশী জাত পাবেন ৩৩৫ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ২৬০ জন কৃষক,জগদীশপুর ইউনিয়নে উফশী জাত পাবেন ১৫০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ৩৬০ জন কৃষক,হাকিমপুর ইউনিয়নে উফশী জাত পাবেন ৪০০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ২২০ জন কৃষক, স্বরুপদাহ ইউনিয়নে উফশী জাত পাবেন ২৪০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ৪৮০ জন কৃষক, নারায়নপুর ইউনিয়নে উফশী জাত পাবেন ২৫০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ৩৮০ জন কৃষক, সুখপুকুরিয়া ইউনিয়নে উফশী জাত পাবেন ৩০০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ৫২০ জন কৃষক, এছাড়া পৌরসভায় উফশী জাত পাবেন ১১০ জন কৃষক ও হাইব্রিড জাত পাবেন ২৯৫ জন কৃষক।
জনপ্রতি কৃষককে উফশী জাতের ধান বীজ ৫ কেজি,১০ কেজি করে ডিএপি ও এমোপি সার এবং প্রতিজন কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ প্রণোদনা হিসাবে দেওয়া হবে।
চৌগাছা উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, সরকার কৃষকদেরকে উন্নত জাত এবং নতুন উদ্ভাবিত জাতের ফসল চাষাবাদে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসুচির আওতায় এসব বীজ ও রাসায়নিক সার সহায়তা দেওয়া হচ্ছে। যাতেকরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই স্বল্প সময়ে ও কম খরচে ধান উৎপাদন করতে পারেন।
Leave a Reply