শাকিল আহমেদ,নড়াইলঃ
সারাদেশে ২৮ ই নভেম্বর মাধ্যমিক ও সমমানের পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
এবছর মাধ্যমিক ও সমমান পরিক্ষার ফলাফলে বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার শত ভাগ।
এবার মাধ্যমিক ও সমমান পরিক্ষায় ঐতিহ্যবাহী
বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারন ও ভোকেশনাল শাখা থেকে মোট ৪৪ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে।
যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন এবং বাকী ২৯ জন শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে।
বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত। যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় এই ঐতিহ্যবাহী স্কুলটির অবস্থান। বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এবারের মাধ্যমিকের ফলাফল অনেক নামীদামী স্কুলকেও পেছনে ফেলেছে।বর্তমানে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করছেন সীমা বিশ্বাস।
বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কৃষি শিক্ষা) ,এমএসসি(বায়োলজি) প্রকাশ বিশ্বাসের সাথে স্কুলটির অভূতপূর্ব সাফল্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে মাধ্যমিকের গন্ডি পার হয়ে অনেকেই আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রাখছেন।সম্মিলিত ভাবে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় আমাদের স্কুল তার ধারাবাহিক ভালো ফলাফলের ধারা অব্যহত রাখতে সক্ষম হয়েছে।আমরা সকলের কাছে কৃতজ্ঞ।
Leave a Reply