মাসুদ রানা: পাবনা(সুজানগর) উপজেলা প্রতিনিধি
চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩০০ নম্বর মধ্যে ১২৮৯ নম্বর পেয়ে সুজানগর উপজেলার সেরা হলেন দুলাই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল আবেদিন আলিফ।
জানাগেছে,,ইতিপূর্বে আশরাফুল আবেদিন আলিফ জেএসসি ও পিএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে ১ম এবং ট্যালেন্টপুলে বৃওি পেয়েছিল।
তার বাবা মরহুম মাহমুদ-উল আবেদিন উপজেলার চরদুলাই গ্রামের বাসিন্দা ও মা নাসরীন আক্তার উপজেলার বদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
দুলাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন,, শ্রেণীকক্ষে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সমপোযোগী সুষ্ঠু পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের কারণেই এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন এই কৃতিত্বপূর্ণ ফলাফল তার মা বাবার আত্নীয় স্বজনদের মুখ উজ্জল করবে, অন্যদিকে সুজানগর উপজেলার সুনাম বয়ে আনবে।
আশরাফুল আবেদিন আলিফের দাদা দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম রসূল বলেন মনযোগ দিয়ে পড়া শোনা করার ফলেই এতো ভাল ফল করেছে। আলিফের মা নাসরীন আক্তার বলেন, নিয়মিত স্কুলের পড়াশুনা ও রাতের মনোযোগ দিয়ে পড়াশুনায় ডুবে থাকার কারণে তার এই কৃতিত্বপূর্ণ ফলাফল।
Leave a Reply