আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সবিজ উদ্দিন মন্ডল নামে এক গ্রাম পুলিশকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নে কর্মরত ছিলেন।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে থানা ক্যাম্পাসে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন এতে প্রধান অতিথি ও চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। থানার ইন্সপেক্ট (তদন্ত) আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিদায়ী গ্রাম পুলিশের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় ও তার হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংবর্ধনার জবাবে বিদায়ী গ্রাম পুলিশ সবিজ উদ্দিন কৃতজ্ঞতা জানান। এই প্রথম একজন গ্রাম পুলিশকে সংবর্ধনা দেয়ায় বিষয়টি উৎসাহব্যঞ্জক হয়ে উঠেছে। সুধীমহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। থানা পুলিশের অন্যান্য সদস্য ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশরা এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারী এই গ্রাম পুলিশ চাকরিতে যোগদান করেন। আগামী ৩ ডিসেম্বর তিনি অবসরে যাবেন। চাকরিরত অবস্থায় ২০০৫ সালে সড়ক দূর্ঘটনায় তার একটি পা ভেঙ্গে যায়। দীর্ঘদিন ধরে তিনি ক্র্যাচে ভর দিয়ে দায়িত্ব পালন করেছেন।